দুনিয়ায় আগমনের উদ্দেশ্য
ইবাদতের প্রকার
মহান আল্লাহর পরিচয়, আরশ, কুরসি
কালিমা তাওহিদ; পরিচয় ও শর্ত
তাওহিদের প্রকারভেদ ও ব্যাখ্যা
ফিরিশতা পরিচিতি, ফিরিশতাদের দায়িত্ব, কর্তব্য ও
পূর্ববর্তী কিতাবসমূহ পরিচিতি
পবিত্র কুরআন: পরিচিতি, বৈশিষ্ট্য ও মুজিঝা
নবী রাসূল পরিচিতি ও সংখ্যা
নবীদের দাওয়াহ
ইসমাতুল আম্বিয়া, মুজিঝা ও কারামাত
নবীদের ব্যাপারে আক্বিদাসমূহ
নবী সা. এর পরিচিতি, মর্যাদা ও শ্রেষ্ঠত্ব
তাকদির পরিচিতি, গুরুত্ব ও প্রয়োজনীয়তা
তাকদিরের প্রকার
তাকদিরকেন্দ্রিক ভ্রান্ত আক্বিদাসমূহ
আসসালামু আলাইকুম
সম্মানিত দ্বীনি ভাই/বোন, মহান আল্লাহর নিকট শুকরিয়া, আপনি এ পর্যন্ত ফান্ডামেন্টালস অফ ইসলাম কোর্সের মোট ৫টি ক্লাস সফলভাবে সম্পন্ন করেছেন। এ পর্যায়ে এসে ছোট্ট একটি পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করতে পারেন। ফাইনালসহ আমাদের মোট তিনটি পরীক্ষা হবে ইন শা আল্লাহ।
পরীক্ষা সম্পর্কে জ্ঞাতব্য বিষয়:
● মোট সময়: লিঙ্ক দেয়ার পর থেকে ১ দিন (আগামীকাল সোমবার, রাত ৯:০০ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে)
● মোট প্রশ্ন ২০টি (প্রতি প্রশ্নের জন্য ১ নাম্বার বরাদ্দ)
● পরীক্ষা দেয়ার জন্য প্রথমে আপনার গুগল মেইল লগিন থাকতে হবে, এরপর সঠিকভাবে নাম, ফোন নাম্বার ও মেইল সঠিকভাবে লিখবেন। ফোন নাম্বারটি আপনার আইডি হিসেবে বিবেচিত হবে। পরবর্তীতে সেটা ধরে মোট তিনটি পরীক্ষার মার্কস যোগ হবে। তাই ফোন নাম্বার সঠিকভাবে লিখুন।
● একাধিক উত্তর থেকে সঠিক উত্তরটি শুধু নির্বাচন করতে হবে (উত্তরে ক্লিক করলেই নির্বাচন হবে)
● সাবমিট করার পর সফলভাবে সম্পন্ন হয়েছে ম্যাসেজ আসবে
● সাবমিট করার পর View Score থেকে নিজেই নিজের স্কোর জানতে পারবেন
মোট ১০০ নাম্বার পূর্ণমান। প্রথম ও দ্বিতীয় পরীক্ষা ২০ করে মোট ৪০ নাম্বার। ফাইনাল ৬০ নাম্বারের পরীক্ষা হবে। শেষ পর্যন্ত সবগুলো পরীক্ষায় অংশগ্রহণ করুন ইন শা আল্লাহ।
আল্লাহ সুব. আমাদের সকলকে দুনিয়ার ছোটখাট পরীক্ষার পাশাপাশি আখেরাতের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হবার তৌফিক দিন।
পরীক্ষার লিঙ্ক: https://forms.gle/AUVcHegx1ST9QkZS9
নামাযের ফযীলত
নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাবসমূহ
নামায ভঙ্গের কারণ ও নামাজ মাকরুহাত
অসুস্থ্য ব্যক্তির নামাজ, সফরে বা যানবাহনে নামাজ
ফরজ নামাজ, জুমার নামাজ, দুই ঈদ ও জানাজার নামাজ