Quran Reading Course || কুরআন নাজেরা কোর্স (৩০ নং পারা)
আলহামদুলিল্লাহ, অবশেষে কুরআন নাজেরা কোর্সের ঘোষণা এলো। পবিত্র কুরআন কারিমের ৩০ নং পারা রিডিং (নাজেরা) পড়ানো হবে। যেখানে মোট ৩৭ টি সুরা রয়েছে। যারা কুরআনের বেসিক তাজভিদ নিয়মগুলো আয়ত্ত করেছেন কিন্তু এখনো কুরআন পড়তে পারেন না, প্রাকটিসের অভাবে সুযোগ হয় না। বিশেষত যারা তাহযিব ইনস্টিটিউটের বেসিক তাজভিদ কোর্সটি পূর্বে সম্পন্ন করেছেন কোর্সটি তাদের জন্য।
কোর্সের বিষয়:
- কুরআনের ৩০ নং পারা পূর্ণ রিডিং (নাজেরা)
- মৌলিক নিয়মগুলোর প্রয়োগ দেখিয়ে বানান করে পড়া হবে
- শেষ দশটি সূরা হিফজকরণ (অনুশীলন)
- কেউ আগ্রহী হলে পুরো ৩০ নং পারা হিফজ করতে পারবে এবং শোনাতে পারবে
- বোনদের জন্য আলাদা উস্তাযা
কোর্সের তথ্য:
- মোট সময়ঃ ৩.৫ মাস
- মোট ক্লাস: ২৫ টি
- সপ্তাহে ২দিন (শুক্র ও শনিবার) ক্লাস, ২ দিন প্রাকটিস (সরাসরি শুনানো)
- ক্লাস টাইম: বাদ ইশা বাংলাদেশ সময়
- ক্লাস মাধ্যমঃ জুম
ক্লাস নেবেন:
উস্তায ফজলে রাববি
আক্বিদা ও দাওয়াহ বিভাগ, মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়, সৌদি আরব
রেজিস্ট্রেশন ফি:
তাহযিবের সকল কার্যক্রম অলাভজনক। কোর্সটিতে গুরুত্বের জন্য ফি রাখা হয়েছে মাত্র ২৫০ টাকা (এককালীন), অতিরিক্ত দিতে চাইলে দিতে পারবে। এছাড়া আর কোনো ফি নেই। কোর্স ফি’র উদ্বৃত্ত তাহযিব ইনস্টিটিউটের অফলাইন প্রতিষ্ঠানের জন্য ব্যয় হবে।
রেজিস্ট্রেশনের শেষ সময়: ২৩ মে, শুক্রবার, ২০২৫
কোনো কিছু জানতে তাহযিব ইনস্টিটিউটের পেজে ম্যাসেজ করুন।
কোর্সটি শেয়ার করতে ভুলবেন না। জাঝাকুমুল্লাহু খইর।